মহাদেবপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর :  বৃহস্পতিবার নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়। ইউএনও মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য রাখেন, শহীদ আস সাবুর এর মাতা রাহেন জান্নাত ফেরদৌসী, আন্দোলনে আহত ফাহমিদের পিতা এম এম বিদ্রোহ রহমান, আন্দোলনে আহত ছাত্র মো: রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, ফারুক হোসেন, ফজলে রাব্বী, ছাত্র প্রতিনিধি মো: আব্দুল্লাহ, মো: আমিনুল হক, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, উপজেলা জামায়াতের আমির মো: আব্দুল আজিজ সুমন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মারিফুর রহমান মারুফ প্রমুখ। বক্তরা বলেন, শহীদের আত্মদান ব্যর্থ হতে দেয়া যাবে না। এ সময় বক্তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণআন্দোলনের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.