মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : মঙ্গলবার (১৪ জানুয়ারী) নওগাঁর মহাদেবপুরে দুইদিন ব্যাপি ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন ইউএনও মো.আরিফুজ্জামান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা আইসিটি অফিসার শাহীন আরা রুমী, বিজ্ঞান শিক্ষক মো. মাসুদ রানা চৌধুরী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কার এই মেলায় উপস্থাপন করেন। উদ্বোধনী ঘোষণার পর অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। স্কুল – কলেজের শিক্ষক-শিক্ষার্তীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে মেলা চত্বর। বুধবার বিজ্ঞান কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন থাকবে এবং বিকালে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।