মাহবুব, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আদিবাসি উরাও সম্প্রদায়ের তিন ভাই বোনসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মহাদেবপুর সদরের ঘোষপাড়া এলাকার পরিমল দত্তের ছেলে বিকাশ দত্ত কিছুদিন আগে তার দুই বোনসহ ইসলাম ধর্ম গ্রহণ করে। তার বর্তমান নাম আব্দুল্লাহ আল আনছারী। সে তার বোনসহ বর্তমানে হাটহাজারী মাদ্রাসায় অধ্যয়নরত। নব মুসলিম হিসেবে তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা চান।
ওই নব মুসলিম আব্দুল্লাহ আল আনছারীর সাথে আলাপচারিতায় উঠে সনাতন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের উপর ব্যাপক দখল লক্ষ্য করলাম। সে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার আগেই কোরআন শরীফ যথেষ্ট স্টাডি করেছে এবং ১৭ পারা হাফেজ হয়েছে।