মাহবুব মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার বিকেলেএ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখা আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন।
দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা যুবদলের আহবায়ক মোজাফ্ফর রহমান। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান টিক্কা ও শামিমুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপি নেতা আলহাজ মোঃ আব্দুল আজিজ আফান।