মাগুরার শ্রীপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা  

খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা  প্রতিনিধি: ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্যে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রীপুর পপুলার লাইফ ইন্সুরেন্স এর এ,জি এম বাকিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের মাগুরা জেলা উন্নয়ন ম্যানেজার ইনচার্জ মকিদুল ইসলাম, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমুল ইসলাম, শ্রীপুর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের এ,জি এম অনিতা রাণী অধিকারী সহ আরো অনেকে। আলোচনায় বক্তারা বলেন, ১৯৬০ সালে ১ মার্চ তৎকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালে বীমা আইন সংশোধন করে বীমা শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ গঠন করেন। বঙ্গবন্ধুর কর্মজীবনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই দিন জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published.