মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আটক

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহা. : নওগাঁর মান্দায় নাশকতার মামলায় ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।  গ্রেপ্তার গোলাম মোস্তফা (৪৬) ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ওসি মনসুর রহমান জানান, নাশকতার মামলায় ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশকে মারপিট করাসহ একাধিক মামলা রয়েছে। ওসি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.