মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মান্দায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রানাকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মশিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম আনোয়ার হোসেন রানা (৪৫)। তিনি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মশিদপুর গ্রামের তালেবুর রহমানের ছেলে।
বিষয়টি মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান নিশ্চিত করে বলেন, নওগাঁ সদর থানার একটি মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।