মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

সয়েব আক্তার, প্রতিনিধি ঢাকাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় ঢাকা মহানগর উত্তরে আনন্দ মিছিল করেছে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল। এসময় ‘তারেক রহমান আসবে ফিরে, বীরের বেশে বাংলাদেশে’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিরপুর ১,২ রাজপথ।

সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় মিরপুর ২ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১ সনি হলের মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তর, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মোঃ ফিরোজ আহমেদ বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা ন‍্যায়বিচার পেয়েছি। এতে দেশবাসীও আনন্দিত। ইনশাআল্লাহ অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশের মাটিতে ফিরে আসবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শোয়েব আক্তার এম আসর, ছাত্রনেতা মোঃ রুবেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আলামিন, আসলাম বক্স, খায়রুল ইসলাম, ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাজিব আহমেদ রাজ, যুগ্ম আহ্বায়ক ডাঃ শফিকুল ইসলাম, মোঃ জাকারিয়া হোসেন, মোঃ সুজন, রফিক, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফ, যুগ্ম আহ্বায়ক মোঃ জনি, ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মিজানুর রহমান রাজ, মোঃ পাপ্পু ইসলামসহ মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.