মুন্সীগঞ্জে মামলার রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশকে স্বীকৃতি জেলা পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পদ্মা সেতুর মহাসড়কের বাইপাস লেন-এ একটি ক্লু-লেস হত্যা মামলা রহস্য উদঘাটন  এবং শ্রীনগর থানাধীন মহাসড়ে  ক্লু- লেস রোড ডাকাতি  মামলার রহস্য উদঘাটন সহ দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যা কান্ড ব্যবহৃত  বিদেশি পিস্তল উদ্ধার এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিদেশী পিস্তলসহ উদ্ধারসহ লুণ্ঠিত  মালামাল উদ্ধার করার  ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করায়  মুন্সিগঞ্জ জেলার  সুযোগ্য ও মানবিক  পুলিশ সুপার জনাব মুহম্মদ  শামসুল আলম সরকার মহোদয় অদ্য ইং ২৩/১২/২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ  পুলিশ লাইন্স শহিদ কনস্টবল বোরহান উদ্দিন খান মিলনায়তন-এ মাসিক কল্যাণ সভার সভাপতি মুন্সিগঞ্জ জেলার সুযোগ ও পুলিশ সুপার মহোদয়  ক্লু-লেস হত্যা মামলার আসামি  গ্রেফতার করায় এবং ক্লু-লেস  ডাকাতি মামলার আসামি গ্রেফতার করায় এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করার  ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করায় তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে  গুরুত্বপূর্ণ অবদান রাখায়  ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মুন্সিগঞ্জ জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মহোদয় আমাকে   সম্মাননা স্মারক হিসেবে নগদ অর্থ পুরস্কার প্রদান  করেন । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  জনাব মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জনাব মোঃ ফিরোজ কবির,  অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)  জনাব কাজী হুমায়ূন রশিদ,  অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সদর সার্কেল)  জনাব মোঃ বিল্লাল হোসেন মহোদয় । ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার এবং ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও লুন্ঠিত  মালামাল   উদ্ধার  ও ঘটনার সাথে সরাসরি জড়িত  আসামিদের   গ্রেফতার করার  ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার  ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান সহ  অভিযানের সাহস  এবং অভিযানের বিষয় সার্বিক সহযোগিতা করেন মুন্সিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ শামসুল আলম সরকার মহোদয় এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ ইশতিয়াক আহমেদ রাসেল, জেলা গোয়েন্দা শাখা মুন্সিগঞ্জ মহোদয়।

Leave a Reply

Your email address will not be published.