ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় ঐশী খাতুন (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, নিহতের বাড়ি উপজেলা সদর নজিপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আলহেরা পাড়ায়। নিহত ঐশী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো: মাহবুব আলম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’তে কর্মরত আছেন। ঐশী মা-বাবার ২ সন্তানের মধ্যে একমাত্র কন্যা।
পারিবারিক, স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) সকালে পরিবারের সকলের অজান্তে মা-বাবার সাথে অভিমানে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা টের পায় ঐশী ঘরের ভিতর ছিটকিনি দেয় দরজায়। প্রতিবেশিসহ অনেকের উপস্থিতিতে দরজা না খুললে পরে স্বজোরে দরজা ধাক্কায় খুলে যায়। এসময় ঐশী গলায় ফাঁস দিয়ে ঝুঁলিয়ে থাকে। ফাঁস খুলার পর জানা যায় তখন মারা গেছেন। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। অনুসন্ধানে জানা যায়, এন্ড্রুয়েট স্মার্টফোন কিনে না দেওয়ার জন্য অভিভাবকরা শাসন করে। এরই অভিমানে ঐশী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এখন নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান জানান, ‘নিহত কিশোরীর পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’