মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সলঙ্গা থানা সদরে অবস্থিত কচি কন্ঠের বিদ্যাপিঠ মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে প্রতি বছরের ন্যায় এবারেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।কুতুবের চর কবর স্থান সংলঘ্ন খেলার মাঠে আজ মঙ্গলবার মঙ্গলবার দিনব্যাপী দৌড়, মোরগ যুদ্ধ, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, অংক দৌড়, ভারসাম্য দৌড়, দড়ি খেলা, মার্বেল দৌড়, গুপ্ত ধন উদ্ধার, বালিশ খেলা, চোখ বেঁধে পাতিল ভাঙ্গাসহ মোট ২৭ টি ইভেন্টে এ খেলা অনুষ্ঠিত হয়।ধারাবিবরণী করেন,সহ শিক্ষিকা মাহফুজা খাতুন।
এ সব খেলা পরিচালনায় ছিলেন, মাহমুদা খাতুন, আলেয়া খাতুন,লুৎফা নার্গিস, হেলালুজ্জামান খান, সুমন পাল, কাওছার আলীসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ মোস্তফা জামান।সম্মানিত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, আঙ্গারু ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল (অব:) মাও: আব্দুর রউফ, প্রথম আলো রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, দৈনিক করতোয়া প্রাক্তণ প্রতিনিধি এম, এ সালাম মাস্টার, প্রিয় সলঙ্গার গল্প গ্রপের চীফ এডমিন শাহ আলম, দৈনিক ভোরের দর্পণ সলঙ্গা প্রতিনিধি হোসেন আলী, সাংবাদিক আব্দুর রহিমসহ অনেকে।
বিকেলে খেলা শেষে সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *