যশোরে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই সকাল দশটায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর হতে প্রাপ্ত জুলাই-আগস্ট বিপ্লবের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভার শুরুতেই জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক (উপসচিব) মোঃ রফিকুল হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি জুলাই বিপ্লবে তরুণদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং দেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করেন।

যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, ফাইয়াজ আহম্মেদ, যশোর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জাহাঙ্গীর, যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের হোসেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি ও সদস্য ফাইয়াজ আহম্মেদ তাদের বক্তব্যে বলেন, জুলাই-আগস্টে অনুষ্ঠিত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগ ও বিজয়গাঁথার লোমহর্ষক স্মৃতিচারণ করেন। দেশের স্বার্থে দলমত নির্বিশেষে তারা একতাবদ্ধ থাকতে আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ ও যশোর জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়াও যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *