রাজারহাটে জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেলেন প্রেসক্লাব রাজারহাটে সাঃ সম্পাদক রফিকুল ইসলাম

এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ৫২ তম জাতীয় সমবায় দিবসে সমবায় সুহৃদ সন্মাননা পেলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম। শনিবার ৪ নভেম্বর সকাল ১১ঃ০০ঘটিকায় রাজারহাট উপ জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজে লা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও স মবায় পতাকা উত্তোলন করেন,উপজেলা পরিষদের চেয়ার ম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। এরপর ব্যান্ডপার্টির সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে উপজেলানির্বাহী অফিসার কাবেরী রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাও য়ার্দী বাপ্পি,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শাহআলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও বিশিষ্ট সমবায়ী এস.এ বাবলু প্রমুখ।
শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সিংগারডাবড়ীহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডকে এবং দৈনিক মানবজমিন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলামকে সমবায় সুহৃদ সন্মাননা সহ ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য,রাজারহাট উপ জেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে টানা ৪র্থ বারের মত সন্মাননা স্মারক পেলেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.