শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধি: বান্দরবানে রুমায় গালেঙ্গ্যা ইউনিয়নের ‘বাংকেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুসহ স্থানীয় গরিব দরিদ্র ও দুস্থ শীতার্তদের মাঝে শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে (২৬ জানুয়ারি ) বারোটায় ম্রোংগু বাজার শেডে এক সভা আয়োজনের মধ্য দিয়ে এইসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানায়, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে ৭০জন গরীব, অসহায়, দুস্থ ব্যক্তি ও শিশুদের মাঝে এইসব কম্বল ও বাচ্চাদের হুডি বিতরণ করেছে- বান্দরবান পার্বত্য জেলার জাতীয় সমাজ কল্যাণ পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলার বেসরকারি সংস্থা ‘অনন্যা কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক ও সুজন এর সভানেত্রী ডনাইপ্রু নেলী।
এ সময় রুমা অগ্রবংশ অনাথালয়ে পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, রুমা উপজেলা সমাজ সেবা বিভাগের সুপারভাইজার খেমাজন ত্রিপুরা ও বাংকেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সায়েদ উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও পাড়াবাসীগন উপস্থিত ছিলেন।