রুমায় ফাইনাল ফুটবল খেলায় ৮-৯গোলে -পাইন্দু ইউপি একাদশ চ্যাম্পিয়ন

শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধি ঃ  বান্দরবানের রুমায় তারুণ্য  উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রেমাক্রিপ্রাংসা ইউপি একাদশকে ট্রাইপেকারে  ৮-৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাইন্দু ইউপি একাদশ।
বুধবার বিকালে রুমা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে এই ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে- রুমা উপজেলা প্রশাসন।
 শুরুতেই উভয় দলের খেলা নৈপূণ্যতায় মাঠের দর্শকদের মুগ্ধ করে। চলছিল- খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিপক্ষের জালে বল ফেলার প্রাণপণ চেষ্টা- উভয় দলের। উভয় দলের রক্ষণভাগের গোরক্ষক শক্ত অবস্থান।
 প্রথম মার্ধে খেলায় রেমাক্রিপ্রাংসা ইউপি একাদশের ৪নম্বর জার্সি পরিহিত মিডফিল্ডার লিংকন ত্রিপুরা প্রতিপক্ষের ডিফেন্সকে পাশ কাটিয়ে হেড কিকে প্রথম গোলটি করে। এতে খেলোয়াড়দের মধ্যে আরো উৎসাহ বাড়িয়ে দেয়- রেমাক্রিপ্রাংসা  একাদশের।
স্বল্প সময়ে পাইন্দু ইউপি একাদশের জালে আরও একটি গোল করে দলকে এগিয়ে নেয়- জুয়েল ত্রিপুরা। তারপর খেলা চলতে থাকে- উত্তেজনার মধ্য দিয়ে । প্রথম মার্ধের খেলা শেষ এক মিনিটের আগেই রেমাক্রিপ্রাংসা একাদশের প্রতিপক্ষ জালে বল ফেলতে সক্ষম হয়- পাইন্দু একাদশের ৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় উসিংথোয়াই মার্মা। এতে প্রথম মার্ধের খেলার ফলাফল হয়ে দাঁড়ায় রেমাক্রিপ্রাংসা ইউপি একাদশ -২, এবং পাইন্দু ইউপি একাদশ-১।
দ্বিতীয় মার্ধের খেলার উত্তেজনা মেতে উঠে উভয় দলের খেলোয়াড়েরা। চলে-আক্রমণ, পাল্টা আক্রমন। খেলোয়াড়দের  বিশেষণে বিশেষিত খেলা মাঠের বাইরে দর্শকদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা উচ্ছুশিত করে তুলে।
দ্বিতীয় মার্ধ ১৭ মিনিটের মাথায় পাইন্দু ইউপি একাদশের ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় থুইসিং খেয়াং প্রতিপক্ষ রেমাক্রি প্রাংসা ইউপি একাদশের জালে  ফেলতে সক্ষম হয়- একটি বল। এতে পাইন্দু ইউপি একাদশে প্রতিপক্ষ দলের সাথে খেলার ফলাফল ২-২ এ সমতা টানে।
তারপর আবারো খেলোয়াড়দের মধ্যে শুরু হয় উত্তেজনা। তবে উভয়পক্ষের গোলরক্ষক, মিডফিল্ডার, স্ট্রাইকার ও ডিফেন্স শক্ত অবস্থানে থাকায় শেষ পর্যন্ত ফলাফল সমানে সমান।
রেফারী উচমং সিদ্ধান্ত দেন, ট্রাইপেকার। এই ট্রইপেকারে রেমাক্রিপ্রাংসা ইউপি একাদশকে ৮-৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে-পাইন্দু ইউপি একাদশ।
খেলা শেষে উভয় দলের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের মধ্যে  ট্রফি ও মেডেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী।
ফাইনাল খেলা ম্যান অফ দ্যা ম্যাচ কৃতিত্ব অর্জন করেন- পাইন্দু ইউপি একাদশের খেলোয়াড় উসিংথোয়াই মার্মা এবং শ্রেষ্ঠ গোলদাতা হিসেবে কৃতিত্ব অর্জন করেন রেমাক্রিপ্রাংসা একাদশের ত্রিমথি ত্রিপুরা ।
এ সময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ কাউসারুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব, উপজেলা আনসার ও বিজেপি কর্মকর্তা ইমন দাশগুপ্ত, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া, অগ্র বংশ অনাথালয়ে পরিচালক উ: নাইন্দিয়া ভিক্ষু,পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম ও উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাশেল দে সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি- বেসরকারি কর্মকর্তা, ক্রীড়ামোদী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে একই মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম রুমা থানা পুলিশ একাদশ এর মধ্যে ফাইনাল ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে ১৮৮রান সংগ্রহ করে রুমা থানা পুলিশ একাদশ।
১৮৯ রান টার্গেটে গেলে ১৪৯ রানে নির্ধারিত শেষ হয়ে অল আউট হয়ে যায় উপজেলা প্রশাসন একাদশ।
এতে ৪১ রানের ব্যবধানে ক্রিকেটের ফাইনাল খেলায় জয় লাভ করে রুমা থানা পুলিশ একাদশ। খেলা শেষে ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ এর উভয় দলকে চ্যাম্পিয়ন , রানার্স আপ ট্রফি ও মেডেল তুলে দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী চৌধুরী।
 এ সময়  থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী ও ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ কাউছারুল ইসলাম সহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.