শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলায় নবগঠিত বিএনপির কমিটিতে সাচিং প্রু জিরীকে আহ্বায়ক ও জাবেদ রেজা’কে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে – রুমা উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
বান্দরবান জেলায় নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর রুমা উপজেলায় দ্বিতীয়বারের মতো এই আনন্দ মিছিল ও মিষ্টির বিতরণ হলো।
এতে নেতৃত্ব দেন- বিএনপি’র নেতা মোঃ ইদ্রিছ মিয়া, ক্যউসিং মার্মা , উচ্চমং মার্মা , ভানরৌপুই বম ও নারী নেত্রী লালকুং বম।
প্রসঙ্গত; রোববার (২ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়। এতে সাবেক সাংসদ বোমাং সার্কেলের ১৫তম রাজা অংশৈপ্রু চৌধুরীর দ্বিতীয় সন্তান সাচিংপ্রু জিরীকে আহবায়ক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা’কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
বান্দরবানে দীর্ঘ সাত বছর পর বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্তৃক বান্দরবানে নবগঠিত কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মেতে ওঠে।
দু’ দলকে চাঙ্গা করতে সকলে একসাথে কাজ করার সুযোগ তৈরি হবে বলে নেতাকর্মীদের মধ্যে অনেকেই আনন্দে আশাবাদ ব্যক্ত করছেন।
বিএনপি’র নেতা কর্মীরা জানায়, ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে জেলায় দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। তা উপজেলা পর্যায়ে গড়ায় এই দ্বন্দ্ব। এই অবস্থায় বিগত সাত বছর এই সুযোগ কাজে লাগায় বান্দরবান আওয়ামী লীগ।
এর আগে গত ৩ফেব্রুয়ারী জেলার বিএনপি’র নবগঠিত কমিটিতে সাবেক সাংসদ সাচিংপ্রু জেরীকে আহবায়ক সদস্য সচিব করায় তাঁদের সমর্থিত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দুই গ্রুপে আলাদা আলাদা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আয়োজন করেছিল।