সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শহীদ জিয়া গবেষণা পরিষদ এর নেতৃবৃন্দ।
শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, সহ- সভাপতি এ্যাডভোকেট সৈয়দা আবিদা সুলতানা, ঢাকা মহানগরীর সভাপতি এডভোকেট আবদুল মালেক তালুকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ,কুমিল্লা জেলা শাখার সভাপতি কাজী বেলাল ও বরগুনা জেলার সভাপতি বিশিষ্ট সাংবাদিক সাইফুল্লাহ নাসির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
অভিনন্দন বার্তায় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, প্রফেসর ইকবালের সুযোগ্য কর্মদক্ষতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পর্বের তুলনায় আরও বেশি গতিশীল ও সমৃদ্ধশালী হবে।