শহীদ দিবসে জাতিকে ঐক্যের ডাক

চৈতী প্রতিবেদকঃ  জাতির মাঝে ঐক্য চেতনা সকলের মাঝেবিদ্যমান তারুণ্য শক্তিকে জাগ্রত করতে পিনাকলস্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এইচএমসেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিতহয়েছে

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদদিবসেঐক্যের জন্য দৌড়াওরান ফর ইউনিটিএই স্লোগানে রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়িতে এইম্যারাথন দৌড়ের আয়োজন করে পিনাকল জাতিরঐক্য চেতনা বুকে ধারণ করে প্রভাত ফেরির পরই ১২শত দৌড় প্রেমী রাস্তায় নামে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক ভিন্ন আয়োজনেদিবসটি পালনের উদ্যোগ নেয় পিনাকল স্পোর্টসঅ্যাসোসিয়েশন ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে তাদেরএই ভিন্নধর্মী আয়োজন ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেপিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানহোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “তারুণ্য শক্তিকেজাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতেহবে আমরা সকলের মধ্যকার বিদ্যমান সেইতারুণ্য শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি

নানাভাবে দিকভ্রষ্ট হতাশাগ্রস্ত যুব সমাজকে সঠিকপথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই তাইপিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সারাদেশব্যাপী ধরনের আয়োজন করে যাচ্ছে বক্তব্যেম্যারাথনের ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্ব তুলেধরেন হোসাইন মোহাম্মদ সেলিম

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলদিরিমমিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, পিনাকলস্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকরিয়াল তালুকদার, মেকদাদ এন্ড মেহরাব এগ্রোলিমিটেড এর ডিরেক্টর নিজাম উদ্দিন, দৈনিকদেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বাংলাদেশসাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএমসামসুল হুদা, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশএর যুগ্ম সম্পাদক আলামিন সবুজ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক দার্শনিক রিয়াদুল হাসান প্রমুখ

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটিরসভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ সার্বিকসহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির যুগ্মসাধারণ সম্পাদক , বি, শরীফ এবং তাহেরহোসেন মারুফ

প্রতিবছরের ন্যায় এবছরও পুরুষ, নারী ভেটেরান্স(পঞ্চাশোর্ধ্ব) তিন ক্যাটাগরিতে ম্যারাথনে অংশ নেয়দৌড় প্রেমীরা তন্মধ্যে ৮০০ পুরুষ ৪০০ ছিলনারী খেলোয়াড়র

পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন বোরহান উদ্দিন, রানার আপ সাব্বির আহমেদ নারী ক্যাটাগরিতেতানজিলা আক্তার চ্যাম্পিয়ন এবং সুমাইয়াআক্তার রানার আপ হন ভেটেরান্স ক্যাটাগরিতেচ্যাম্পিয়ন হন আব্দুস সালাম এবং রানার আপ হনআবুল হোসেন

তিন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন্সদের হাজার রানারআপদের হাজার টাকা করে পুরষ্কৃত করা হয়এছাড়াও ফিনিশারদের মেডেল প্রদান করা হয়খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন প্রধানঅতিথি অন্যান্য অতিথিরা। রিয়াল তালুকদার সাধারণ সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *