শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমেনা ফার্মেসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের মনিরামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমেনা ফার্মেসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত ফকিররাস্তা বাজারের আমেনা ফার্মেসীতে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্যাস্ট্রোলিভার, চর্ম, বাত, ব্যাথা, জ্বর, জর্দি, কাশি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: ইমদাদ হোসেন শামীম। 

 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মনিরামপুর উপজেলার রতনদিয়া গ্রামের শিক্ষক মাওলানা সুলতান আহমদ বলেন, আমেনা ফার্মেসীর এমন মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ফ্রি মেডিকেল ক্যাম্প করায় আমিসহ এলাকার গরীব ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারছে। 

 

মধ্যকুল গ্রামের আফসার মোড়ল বলেন, বাতব্যাথার জন্য আমি ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরে আমি বেশ খুশি। আমি তাদের সার্বিক মঙ্গল কামনা করছি। 

 

আমেনা ফার্মেসীর স্বত্বাধিকারী ও পল্লী চিকিৎসক মামুন রেজা মিলন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল

ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পেরে আমি নিজেই খুবই আনন্দিত ও খুশি প্রকাশ করছি। তারই পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার জন্য ডা: ইমদাদ হোসেন শামীম স্যারের প্রতি চিরকৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতেও আমেনা ফার্মেসীর পক্ষ থেকে অত্র এলাকার গরীব, অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। 

Leave a Reply

Your email address will not be published.