শিক্ষার্থীদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে নওগাঁয় শিক্ষকদের নিয়ে ভার্চুয়াল সভা

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ শিক্ষার্থীদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে ৫৪ তম মহান স্বাধীনতা দিবসে নওগাঁর প্রতিটি উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সর্বস্তরের শিক্ষকদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘন্টাব্যাপী এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, পাকিস্তানি শাসন-নিপীড়ন এর কবল থেকে বের হওয়ার জন্য এদেশের আপামর জনগণ জীবন বাজি রেখে দীর্ঘ ৯মাস যুদ্ধের পর এ দেশ স্বাধীন করেছেন। কিন্তু দু:খের বিষয় বর্তমানে অনেকাংশে দেখা যাচ্ছে, এদেশের শিক্ষার্থীরা প্রকৃত স্বাধীনতার ইতিহাস ভুলে যাচ্ছেন। তারা যদি এভাবে এই ইতিহাসকে ভুলে যায় তাহলে এদেশের আপদ কালীন সময়ে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তিনি আরও বলেন জেলা প্রশাসক মহোদয়ের একটি নিয়োগ বোর্ড এর সদস্য হিসাবে যাওয়ার পর সেখানে অনেক চাকরি প্রার্থী ২৫শে মার্চ কি বা ২৬শে মার্চ কি তা বলতে পারছে না। এ অবস্থা থেকে আমাদের বের হতে হলে শিক্ষকদের ভূমিকা নিতে হবে। বিভিন্ন দিবসে বা সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের মাঝে এ দেশ স্বাধীন হওয়ার প্রকৃত ইতিহাস নিয়ে আলোচনা করার আহ্বান জানান।
উক্ত ভার্চুয়াল সভায় বিদ্যালয় পরিদর্শক মো. নাজমুল হোসাইনের সঞ্চালনায় সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

Leave a Reply

Your email address will not be published.