শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত

লিডার্স এম জে এফ ঃ  লিডার্স মানুষের জন্য ফাউন্ডেশন অ্যাম্বাসি অব সুইডেনেরসহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের অধীনে বাল্যবিয়ে বন্ধেরদাবিতে গণজমায়েতের আয়োজন করেছে।

২৮ মার্চ রোজ বৃহস্পতিবার বিকালে শ্যামনগর উপজেলারবুড়িগোয়ালিনী কালীমন্দির মাঠে এই গণজমায়েত অনুষ্ঠিতহয়। লিডার্স এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান প্রজেক্টে অফিসার সুলতা সাহার সঞ্চালনায় এই গণজমায়েতেবক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশানগ্রুপের সভাপতি আনিছুর রহমান, যমুনা রানী সরকার, মিনতিরায় অন্যান্যরা।

এই গণজমায়েত থেকে এলাকার শত শতনারী পুরুষ কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যেছিলোবাল্যবিয়ে বন্ধ করুন, বাল্যবিয়ে রোধে জনমত গঠনকরতে হবে, বাল্যবিয়ে সম্পর্কিত আইনের যথাযথ প্রয়োগ করতেহবে, বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবেএবং শিশুকে সংসার নয়, স্কুলে পাঠান।

Leave a Reply

Your email address will not be published.