শ্যামনগরে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো আরিফুর রহমান ঃ  সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরার ইউনিয়নক্লাইমেট অ্যাকশান গ্রুপের সদস্যদের জন্য তিনদিনব্যাপী সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণশুরু হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স শনিবারসকালে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় আয়োজিত এইপ্রশিক্ষণ উদ্বোধন করেন লিডার্সএর নির্বাহী পরিচালকমোহন কুমার মন্ডল। লিডার্সএর প্রধান কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরার নলেজ ম্যানেজমেন্ট সেন্টারেআয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্পসমন্বয়কারী মো. আরিফুর রহমান প্রকল্প কর্মকর্তাসুলতা রানী সাহা।

সেবাদাতা সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি, উন্নয়নের কার্যকারীতা এবং জনগণের ক্ষমতায়ননিশ্চিত করতে গণশুনানির আয়োজনের পূর্বপ্রস্তুতিহিসাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, পরবর্তীতে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদেরচেয়ারমান, মেম্বর উপজেলা জেন্ডার সমতা জলবায়ুজোঠকেও এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণেএকটি রূপক পাবলিক হেয়ারিং বা গণশুনানীরআয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.