ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)ঃ আত্তীকরণকৃত সরকারি কলেজের প্রশিক্ষণ বিহীন সরকারি কলেজের নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্য হতে “Introduction Training for Non-Cadre Government College Teachers” শীর্ষক প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের তালিকা প্রেরণের জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার ২২/১২/২০২৪ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ-৩) মো: আনোয়ারুল আউয়াল খান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী ২৯/১২/২০২৪ ইং তারিখ থেকে ০৫ দিনব্যাপী “Introduction Training for Non-Cadre Government College Teachers” শীর্ষক প্রশিক্ষণ কোর্স জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য সরকারিকরণকৃত কলেজের নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি কলেজ হতে ০৪ (চার) জনের নাম অধ্যক্ষ্যের ইমেইলের মাধ্যমে নির্ধারিত গুগল লিংকে (https://forms.gle/ fuSZKmtZyhfkJzkYA) পূরণ পূর্বক ২৩/১২/২০২৪ ইং তারিখ দুপুর ২.০০ ঘটিকার মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। যারা ইতোপূর্বে আবেদন (১৭/১২/২০২৪ ইং তারিখ থেকে ১৯/১২/২০২৪ ইং তারিখ পর্যন্ত) করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।