ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) : আগামী ০৯/০২/২০২৫ ইং তারিখ হতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকা কর্তৃক বাস্তবায়িত সরকারিকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের Induction Training বিষয়ে ৩য় পর্যায়ের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার উপপরিচালক প্রিম রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য ২০১৮ বিধিতে সরকারিকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষদের নির্ধারিত গুগল লিংকে (https://forms.gle/ NTXqcS1SoL4Rmcjz5) ফরম পূরণ পূর্বক আগামী ০২/০২/২০২৫ ইং তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সকল নতুন সরকারিকরণকৃত (২০১৮ বিধিতে) কলেজের অধ্যক্ষগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, ৩য় পর্যায়ের ০৭টি ব্যাচ ০৭টি টিটিসিতে (যশোর, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, কুমিল্লা ও সিলেট) অনুষ্ঠিত হবে।