সলঙ্গায় জামায়াত ইসলামী’র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ হিম শীতল বাতাস আর কনকনে ঠান্ডা। সাথে চলছে কুয়াশার রাজত্ব। গত কয়েক দিন ধরে শীরশীরে বাতাস আর প্রচন্ড শীতে বিপর্যস্থ সলঙ্গার মানুষ আর প্রাণীকুল। কষ্ট বেড়েছে খেটে খাওয়া অসহায় শীতার্ত মানুষদের। তীব্র শীতের এই মুহুর্তে মানবতার সেবায় শীতার্তদের পাশে গরম কাপড় (কম্বল) নিয়ে হাজির বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার নেতৃবৃন্দ। আজ শনিবার বিকেলে সলঙ্গা ফাজিল মাদ্রাসা মাঠে এলাকার শীতার্ত অসহায়,ছিন্নমুল পরিবারের মাঝে প্রায় দেড় শতাধীক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: রাকিবুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাও: মো: আব্দুস সামাদ,সিরাজগঞ্জ জেলা জামায়াতের সদস্য মো: হোসাইন আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার জামায়াত নেতা আব্দুল গফুর মোল্লা,মাও: আব্দুস সামাদ, অফিস সম্পাদক মাও:আব্দুল ওয়াহাব,রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম আরিফসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *