সাঁতার প্রতিযোগীতায় গৌরব রয়েছে কুষ্টিয়া জেলার

 মোঃ সহিদুল ইসলাম (মুকুল),কুষ্টিয়াঃ রীয়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া জেলায় গত ২৪-১১২২ তারিখে শেখ কামাল স্টেডিয়ামে সুইমিংপুলে বার্ষিক সাঁতার প্রতিযোগীতা ২০২২ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রিয়াসংস্থার সভাপতি সাইদুল ইসলাম। তিনি বলেন সাঁতার প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার গৌরব রয়েছে। তিনি আরো বলেন কুষ্টিয়া জেলার মেয়েরা ক্যানালে সাঁতার শিখে জাতীয় ও আন্তর্জাতিক শিরোপা অর্জন করেছে। নদীমাতৃক বাংলাদেশে প্রত্যেকের সাঁতার শেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বাবা-মা-র উচিত তাদের সন্তানদের কে সাঁতার শেখানো। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খায়রুল আলম। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এডভোকেট অনুপ কুমার নন্দী। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাঁতার উপ পরিষদের সভাপতি মকবুল হোসেন লাভলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এডভোকেট মোসাদ্দেক আলী মনি, নির্বাহী সদস্য এস এম কাদেরী সবু, আনিসুর রহমান, প্রশিক্ষক আমিরুল ইসলাম ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published.