শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক মাসুদ রায়হানের পিতা আব্দুল গফফার মোড়ল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজর নামাজ বাদ মরহুমের গ্রামের বাড়ি নেহালপুর মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃত্তি দিয়েছেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিনিয়র সহ-সভাপতি খায়রুল আনাম, মঞ্জুরুল হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মৃদুল সরকার, ধর্মীয় বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্ণা, কোষাধ্যক্ষ রাকিবুল হাসান সুমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সদস্য মিলন প্রমূখ।