শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার ভিতরে অনুষ্ঠিত কৃষি মেলায় সফল কৃষি উদ্যোক্তার পুরস্কার পেলেন শেখ মুহাইমিনুল ইসলাম সেতু। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মধুমেলার সমাপনী দিনে সফল কৃষি উদ্যোক্তার পুরস্কার হিসেবে সেতুর হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। কৃষি উদ্যোক্তা সেতু চিংড়া ভার্মি কম্পোস্টের পরিচালক।
কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের শেখ তসলিম উদ্দীনের ছেলে সেতু বেকার যুবক থেকে কৃষি উদ্যোক্তা হয়ে গত কয়েকবছর ধরে তার কারখানায় উৎপাদিত কেঁচো ও ভার্মি কম্পোস্ট নিজ এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়িয়েছেন। এছাড়া মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি তৈরি করেছেন নতুন নতুন উদ্যোক্তা। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহারে মানুষকে উদ্ধুদ্ধ করতে এ মেলায় প্রদর্শনী দেন তিনি। এতে মেলায় আসা দর্শনার্থী ও কৃষকদের কাছ থেকে বেশ সাড়াও পেয়েছেন তিনি।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার ভিতরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার আয়োজন করেন। কৃষিতে ভূমিকা রাখায় সপ্তাহব্যাপী এ মেলার সমাপনী দিনে “সফল কৃষি উদ্যোক্তা”হিসেবে শেখ মুহাইমিনুল ইসলাম সেতুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া মেলায় প্রদর্শনীর জন্য কৃষকদের আনা শতাধিক কৃষি পণ্যের উপর ‘সফল কৃষক পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার ভিতরে কৃষি প্রযুক্তি মেলায় সফল কৃষি উদ্যোক্তা হিসেবে সেতুকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।