সাপাহারে সরকারী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টার বিরুপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তসলিম উদ্দিন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: প্রার্থমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিরুপ মন্তব্য করায় নওগাঁর সাপাহারে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা প্রার্থমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় সদরের জিরো পয়েন্ট এলাকায় শত শত শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে প্রায় ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে চট্্রাগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভাকক্ষে দেশের প্রার্থমিক শিক্ষকদের নিয়ে অশোভনীয় আচরণ ও বিরুপ মন্তব্্য করায় প্রতিবাদে সাপাহার শিক্ষক সমিতির সভাপতি জাকারিয়া আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেম মুকুুল ও অর্থসম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন সরকারী প্রার্থমিক শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতির সকল সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.