সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়ার মাহফিল অনুিষ্ঠত

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারের ঐতিহ্যবাহী মডলে সরকারি প্রাথমকি বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়ার মাহফলি অনুষ্ঠতি হয়ছে।

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বদ্যািলয়রে উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানরে সভাপতিত্ব করনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিরুুল ইসলাম।

এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করনে উপজলো প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওয়াহেদুল্লাহ্ প্রামানিক।

বিশেষ অতিথি হসেিবে উপজলো সহকারি শক্ষিা অফিসার অসীম কুমার সাহা, উপজলো জামায়াতে ইসলামী বাংলাদেশ সাপাহার উপজলো শাখার আমীর আবুল খায়রে তরুন, আল-হলোল ইসলামী একাডেিম স্কুল এন্ড কলজেের অধ্যক্ষ মাহবুবুল আলম, পাইলট উচ্চ বদ্যািলয়রে প্রধান শিক্ষক সাজদুুল আলম, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়রে সহকারী শিক্ষক মুিজবুুর রহমান চৌধুরী (কাবুল), সাপাহার প্রসক্লোবরে আহবায়ক ও কালরে কন্ঠরে প্রতিনিধি সাংবাদকি তছলমি উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত দোয়ার অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সকল শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.