নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে অঙ্গী রানী (৩৭) নামে এক গৃহবধূকে মারধর ও রক্তাক্ত জখম এর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ( ২ অক্টোবর) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের তুলাপাড়া (মুন্সি বাশবাড়িয়া) গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে ওই গ্রামের শ্রী আনন্দ প্রাং এর মেয়ে বৈশাখী (১৫) সে বিনগ্রাম উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। সকালে তাদের বাড়ি হতে প্রাইভেট পরার উদ্দেশ্যে তাদের বাড়ির পাশে শ্রী অজিত প্রাং (৫০) পিতা শ্রী শোমো র বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই স্কুল ছাত্রীকে শ্রীমতী সবিতা স্বামী শ্রী সাগর প্রাং তাহাকে গালাগালি করতে থাকে ও বাড়ির উপর দিয়ে যেতে নিশেধ করে। পরে ওই স্কুল ছাত্রীর পরিবারের লোকজন বিষয় টি জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে স্কুল ছাত্রীর মা শ্রীমতী অঙ্গী রানীকে অজিত সহ তাহার পরিবারের লোকজন মারধর, রক্তাক্ত, জখম করে। অজিত সহ কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক লিখিত অভিযোগ আছে। এবিষয়ে শ্রী অজিত এর কাছ হতে জানতে চাইলে সে মুঠোফোনে বলেন,আমি বাড়িতে ছিলাম না,আমার পরিবারের কেউ তাকে মারধর করেনি,সে একা একাই পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে।
আহত অঙ্গী রানী বলেন,এর আগেও মারপিট ও নির্যাতের শিকার হয়েছি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও সুষ্ঠু বিচার পাইনি।
অঙ্গী রানীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় পুনরায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের দায়িত্ব প্রাপ্ত সুযোগ্য লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির বলেন, লিখিত অভিযোগ এর বিষয় টি শুনেছি তদন্ত সাপেক্ষে বেবস্থা নেওয়া হবে।