সিংড়ায় র‍্যাবের অভিযানে ০৬জন ‘চাঁদাবাজ’ গ্রেফতার

বেল্লাল হোসেন বাবু, প্রতিনিধি নাটোর: নাটোরের সিংড়ায় র‍্যাবের অভিযানে পণ্যবাহি ট্রাক,সবজির পিকআপ,ভটভটি ও পণ্যবাহি অটোরিক্সার গতিরোধ করে চাঁদাবাজি করাকালীন সময় চাঁদাবাজির টাকাসহ ০৬জন চাঁদাবাজ কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়,গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‍্যাব-৫,রাজশাহী (ব্যাটালিয়ন সদর ও সিপিসি-২, নাটোর র‍্যাব ক্যাম্পের চৌকষ অভিযানিক দল ১১ মার্চ ২৪ ইং রোজ সোমবার দুপুর সাড়ে বারোটা হতে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নাটোর জেলার সিংড়া বাসট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা কাচাঁ সবজি ও পণ্য পরিবনের ট্রাক,অটোরিকশা, ও বাস হতে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও রশিদ বইসহ তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন,
১।মোঃ আরিফুল ইসলাম (৩০)পিতা শহিদ সওদাগর, সাং সরকার পাড়া।
২।মোঃ হাফিজ (৪০)পিতা মোঃ আব্দুল সামাদ, সাং নিংগুইন উত্তর পাড়া।
৩। মোঃ মুনসুর রহমান (৩৫) পিতা জামাল উদ্দিন, সাং চাঁদপুর।
৪। মোঃ বকুল খান (৪৭)পিতা মোঃ উকিল উদ্দিন খান, সাং মাদারীপুর।
৫। মোঃ নজরুল ইসলাম (৪৫)পিতা মৃত ওসমান আলী প্রাং, সাং বাসুয়াপাড়া।
৬। মোঃ কুদরত (৩৫)পিতা মোজাম্মেল সরদার, সাং মাদারীপুর, সর্ব থানা সিংড়া, জেলা নাটোর।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Leave a Reply

Your email address will not be published.