মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় সুমন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হয়েছেন। নিহত চালক সুমস গাজীপুর কালিয়াকৈর থানার সাহেবপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনা থেকে ঢাকা গামী সি-লাইন একটি যাত্রীবাহী বাস রাস্তা ক্রস করে উল্টোপথে ন্যাশনাল ফুড ভিলেজে হোটেলে ঢোকার সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি মোটরসাইকেলকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরাসাইকেল চালক নিহত হয়। আহত হয় এক আরেক আরোহী।