সীমান্তে’ ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ও পণ্যসামগ্রী জব্দ

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি : সীমান্তে’ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ও পণ্যসামগ্রী জব্দ হয়েছে।
রবিবার, বেনাপোল সদর কোম্পানী ক্যাম্প, আমড়াখালী চেকপোস্ট ও আইসিপি বিজিবি ক্যাম্পসহ হিজলী বিওপি’র সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণে ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, গাঁজা, থ্রী-পিস, তৈরি পোশাক, কম্বল ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। যার মূল্য ৬ লক্ষ ৮৪ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
তিনি জানান, দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ কিছু পাচার চক্র সরকারের শুল্ককর ফাঁকি দিয়ে এসকল সীমান্ত পথে ভারত হতে চোরাচালানী পণ্য ও দেশের যুব সমাজকে ধ্বংশকারি মাদক এনে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। যা প্রতিরোধ করতে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের মাদক দ্রব্যসহ চোরাচালানী পণ্য আটক করা হচ্ছে। তবে, এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.