হেযবুত তওহীদের নারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদেমানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সারমিন সুলতানা চৈতী ঃ হেযবুত তওহীদের নারী সদস্যদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদেমানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ মে২০২৪খ্রি.) সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিভাগ।

 

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলামেরসভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যরাখেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী। তিনি বলেন, হেযবুত তওহীদ নারীদের মুক্তি জন্য কাজ করছে, নারীর অধিকারেরজন্য কাজ করছে। আমাদের নারীরা যখন দেশের জন্য, জাতির জন্যকাজ করছে, ইসলামের প্রকৃত আদর্শ প্রচার প্রচার করছে তখন আমাদেরসামনে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী। তারাবিভিন্নভাবে মিথ্যা ফতোয়াবাজি হেযবুত তওহীদের নামে অপপ্রচারকরে মানুষকে উস্কে দিয়ে হেযবুত তওহীদের নারীদের উপর হামলা, নির্যাতন চালাচ্ছে।

 

তিনি হেযবুত তওহীদের নারীদের উদ্দেশে বলেন, আপনারা ন্যায়সঙ্গতদাবি নিয়ে মাঠে কাজ করবেন। এটা আপনাদের ধর্মীয় অধিকার।আপনাদের মানবাধিকার। কোনো উগ্রবাদী, সন্ত্রাসী জঙ্গী যদিআপনাদের সামনে দাঁড়ায়, আপনাদের পথকে কণ্টকাকীর্ণ করতে চায়আপনারা বীরাঙ্গনার ভূমিকা পালন করবেন। কখনো পিছপা হবেন না।কারণ আল্লাহ রসুল (সা.) আমাদেরকে এই শিক্ষা দেন নি। ইসলামআমাদেরকে এই শিক্ষা দেয় নি।

 

হেযবুত তওহীদের কেন্দ্রীয় আন্তঃধর্মীয় যোগাযোগ বিষয়ক সম্পাদকশারমিন সুলতানা চৈতির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় আমীর ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় তথ্যসম্পাদক এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় নারী বিষয়ক যুগ্মসম্পাদক আয়শা সিদ্দীকা প্রমুখ। সময় বক্তারা সরকার প্রশাসনেরপ্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ধরনের উগ্রবাদীদের ব্যাপারে দৃষ্টান্তমূলকপদক্ষেপের দাবি জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুলআলম উখবাহ, রংপুর বিভাগীয় নারী নেত্রী উম্মে হানী ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, খুলনা বিভাগীয়নারী নেত্রী পাপিয়া সুলতানা নিরু, খুলনা বিভাগীয় নারী নেত্রীজান্নাতুল ফেরদৌস মিম, সিলেট বিভাগীয় নারী নেত্রী মাহমুদা আক্তারদিপা, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবি, রাজশাহীবিভাগীয় নারী নেত্রী নাঈমা খাতুন সকল জেলা উপজেলা নেত্রীসহহাজারো নারী কর্মী।

 

মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভমিছিল প্রেসক্লাবের সামনেথেকে পল্টন মোড় হয়ে পুনঃরায় প্রেসক্লাবের সামনে মিলিত হয়। সময়রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত হয়।নারীর উপর হামলা কেন, প্রধানমন্ত্রী জবাব চাই’, ‘নারীর উপর হামলাকারী, নিপাত যাক নিপাতযাক’, ‘ফতোয়াবাজির বিরুদ্ধে, লড়তে হবে এক সাথে’, ‘হেযবুততওহীদের অঙ্গীকার, আনব নারীর অধিকারইত্যাদি স্লোগানে প্রকম্পিতহয় রাজধানীর রাজপথ, উত্তাল হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর।

Leave a Reply

Your email address will not be published.