ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): ১৩৯তম সার্ভে এন্ড সেটেলমেন্ট কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে কর্মকর্তাগণের তথ্য প্রেরণের নির্দেশনা প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ-২ শাখার উপসচিব জান্নাতুল ফেরদৌস কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২২/০২/২০২৫ হতে ১৩/০৪/২০২৫ ইং তারিখ পর্যন্ত মোট ৫১ (একান্ন) দিনব্যাপী ঢাকা জেলার ডেমরা থানাধীন করিম জুট মিলের ডরমিটরিতে ‘১৩৯তম সার্ভে এন্ড সেটেলমেন্ট’ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট আদেশ সূত্রে আরো জানা যায়, বর্ণিত কোর্সে প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদানের লক্ষ্যে বিসিএস (প্রশাসন, পুলিশ, বন, রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের নামের তালিকা আগামী ৩০ জানুয়ারী, ২০২৫ তারিখের মধ্যে ইমেইলে (it2@mopa.gov.bd) নির্ধারিত ছক অনুযায়ী প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।