২০০জনের মাঝে স্বাধীনতা দিবস উপলক্ষে টেকনাফে বিজিবির ইফতার বিতরণ

কে এম নুর মোহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২০০জন অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে এ ইফতার সামগ্রী বিতরণ করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

প্রধানমন্ত্রীর আদেশে এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক এর দিক- নির্দেশনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়ন সদরের ২নং জিপি গেইট সংলগ্ন বিজিবি অডিটোরিয়াম এর সম্মুখে বিজিবিএমএস সীমান্তবর্তী ২০০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয় বলে জানান বিজিবি।

এসময় বিজিবর অধিনায়ক বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস। এই মাস ধনী-গরীব সবাইকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.