৩য় অ্যাডভান্সড কোর্স অন ডেভেলপমেন্ট” প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তথ্য প্রেরণের নির্দেশনা

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) ঃ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের ৩য় অ্যাডভান্সড কোর্স অন ডেভেলপমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কোর্স আগামী ১২/০২/২০২৫ হতে ০৪/০৩/২০২৫ ইং তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ-৪ শাখার সহকারী পরিচালক ড. নীহার পারভীন কর্তৃক স্বাক্ষরিত এক পত্র/আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩য় অ্যাডভান্সড কোর্স অন ডেভেলপমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কোর্স জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাগণকে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আগামী ০২/০২/২০২৫ ইং তারিখের মধ্যে নির্ধারিত গুগল লিংকে (https://forms.gle/iHdvrQDdfA5vbtEUA) ফরম পূরণ পূর্বক তথ্য প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, হার্ডকপিতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয় মর্মে আদেশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.