ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) : আগামী ০২ ফেব্রুয়ারী ২০২৫ হতে ১৩ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত ০৬ (ছয়) সপ্তাহ মেয়াদে সামরিক পরিদপ্তর, ঢাকা সেনানিবাস এর ব্যবস্থাপনায় ৮৩তম মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ-২ শাখার উপসচিব জান্নাতুল ফেরদৌস কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৮৩তম মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী চূড়ান্ত মনোনয়নের লক্ষ্যে সকল সিনিয়র সচিব/সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং অনুবিভাগের অতিরিক্ত সচিব, সকল বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসক কে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাগণকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান পূর্বক তাঁদের নামের তালিকা নির্ধারিত ছক অনুযায়ী (Nikosh font, size-12) আগামী ২০/০১/২০২৫ ইং তারিখের মধ্যে ডাকযোগে এবং ইমেইলে (it2@mopa.gov.bd)
প্রেরণের নির্দেশনা নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, উক্ত তালিকা পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত মনোনয়ন আদেশ জারি করা হবে।