অস্ট্রেলিয়ার সিডনিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ গত ২ অক্টোবর ২০২৫ সিডনির লাকেম্বার গ্রামীন রেস্তোরার হলরুমে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও কলামিষ্ট কাইউম পারভেজের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।কালের সংবাদ প্রতিনিধিকে এ সংবাদ সরবরাহ করেছেন সুমন চৌধুরী ।

অনুষ্ঠানের শুরুতেই ড. কাইউম পারভেজ শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং সভাপতির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন খুব শীগ্রই নেত্রী দেশে ফিরে এসে দেশ পরিচালনার দায়িত্ব নিবেন।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক কৃষবিদ আব্দুল জলিল, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সহ সভাপতি লাভলী রহমান, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি নুরুর রহমান খোকন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের লেখক ও উপস্থাপক এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহামান তরুন,
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উপদেস্টা মুনির হোসাইন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হারুনুর রশিদ, ব্যরিস্টার আমজাদ খাঁন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মঈদুজ্জামান সুজন, ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক জুয়েল তালুকদার, গোপালগন্জ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি পল সি মধু, বঙ্গবন্ধ পরিষদ অস্ট্রেলিয়ার সহ আপ্যায়ন সম্পাদক মাইনুল হাসান জনি, সাবেক ছাত্রলীগ নেতা তাছনিম উদ্দিন ফাহিম, সভ্য সাচী প্রমুখ।

বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লার সমাপনী বক্তব্য শেষে নৈশভোজের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *