আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত বরেন্দ্র অঞ্চলের কৃষকরা

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর: আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বরেন্দ্র অঞ্চলের  কৃষকরা এ’বছর বৃষ্টি কম হওয়ায় উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে যেন ব্যস্ততার শেষ নেই।
শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এ’অঞ্চলে এসব সবজি। শীতের শুরুতে জেলা ও রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিভিন্ন জাতের সবজি পাঠাবেন এ’অঞ্চলের  কৃষকরা। সেই প্রস্তুতিতে কোমর বেঁধে মাঠে নেমেছেন সবজি চাষীরা। সবুজে সবুজে ভরে উঠছে মাঠ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি শিমগাছ, শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মুলা, করলা, পটোল, পালং ও লালশাকসহ রকমারি শীতকালীন সবজির চারা। তাই মাঠে মাঠে এসব ফসল পরিচর্যায় এখন ব্যস্ত কৃষকরা।
জেলা কৃষি অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন জেলার কৃষি কর্মকর্তারা। বর্তমানে শিম, বেগুন, লালশাক, মুলাশাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটোর আবাদ চলছে বলে তিনি জানান। সবজি চাষে যুক্ত জেলার কৃষকরা এবার বেশ উৎফুল্ল। কারণ তারা প্রাকৃতিক অনুকূল পরিবেশের জন্য এবার উৎপাদিত ফসলের ফলন ও দাম বেশ ভাল পাবেন বলে তিনি মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *