আমতলীতে সাইক্লোন সেন্টারের স্হান পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বঙ্গোপসাগরের কোল ঘেঁষে উপকূলীয় অঞ্চলেরঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দূর্যোগের মুখোমুখি বরগুনা জেলার আমতলীতে সফর করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা এই প্রথম বরগুনায সফর করলেন।

 

উপদেষ্টা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় ও হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে দুটি প্রস্তাবিত সাইক্লোন সেল্টার নির্মাণের জন্য স্থান পরিদর্শনে করেন।

আজ ১১ অক্টোবর শনিবার দুপুর ১২ টার সময় পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে যাওয়ার সময় প্রস্তাবিত সাইক্লোন সেন্টার দুটি পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *