ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ সারা দেশের ন্যায় নওগাঁর মহাদেবপুরে ইসলামী ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
সোমবার  (৬ অক্টোবর) মহাদেবপুর ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে যত অবৈধ নিয়োগ আছে তা বাতিলের দাবি জানান। একইসঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা। ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের নেতা মা: আব্দুল মতিন,ব্যবসায়ী এরসাদুল্লাহ,আলমগীর হোসেন,হুমায়ুন, মোখলেসার রহমান,  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *