কবিগুরুর কাচারীবাড়ি পতিসরে শেষ হলো তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্র উৎসব

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : আবৃত্তি, গান, নাচ আর আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হলো কবিগুরুর কাছারিবাড়ি নওগাঁর পতিসরে কবির জন্মবার্ষিকীর আয়োজন। ২৫বৈশাখ কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন তিনদিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছিলো।
শনিবার সন্ধ্যায় এই আয়োজনের সমাপনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে পতিসর কাছারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা, আত্রাই ও রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীরা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
আত্রাই উপজেলার নাগর নদের তীর ঘেষে গড়ে উঠা নিভৃত পল্লী পতিসর কাছারি বাড়ি। কবিগুরু জমিদারি প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে ১৫ জানুয়ারিতে। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠি বাড়িতে আসতেন। সবশেষ আগমন ঘটে ১৯৩৭ সালে ২৭ জুলাইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *