সত্তার মহিমা
— আফরাহ হোসেন মাহারা
আকাশ আজ যেন নিস্তব্ধ প্রহেলিকা,
অতল নক্ষত্রে লুকায়িত সংকেতিকা।
জ্যোৎস্নার হাসি,মরীচিকার খেলা,
অন্তরালে বাজে গোপন শঙ্খধ্বনির মেলা।
সমুদ্রও তেমনি বহমান উপাখ্যান,
তরঙ্গের কলতানে ঢাকা অজান।
নীলিমার নিচে অগণন অশ্রু,
কথনহীন ঝড়ে দুলে যায় শঙ্খধ্বজু।
মানুষের প্রাণও আকাশের প্রতিমা,
বাহিরে দীপ্তি, ভেতরে গহন মহিমা।
উৎসবের ছদ্মে বাজে অনুরণন,
নিঃশব্দে ভেসে যায় অনন্ত কূজন।
যখন সহচর হয় স্রেফ ছায়ামূর্তি,
তখনই উন্মোচিত হয় শূন্যতার সুরভি।
সুখের অলিন্দে ভিড় জমে প্রহর,
বিপন্ন প্রাঙ্গণে নিভে যায় সে নক্ষত্র।
তবু এই জীবন প্রতীকী গাথা,
ঝড় শেষে জাগে আলোকের ব্যাখ্যা।
অন্তর্জগৎ যেমন সমুদ্রের অতল,
রহস্যে মোড়া তবু অনন্ত সম্ভল।