মো:মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজন একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আক্তার জাহান সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়,উপজেলা জন স্বাস্থ্য কর্মকর্তা আল আমিন, ও কালাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তানিন সরকার সহ প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী,উপস্থিত ছিলেন।