কুমিল্লায় গোলটেবিল বৈঠকে বক্তারা ‘আল্লাহর নীতিতেই গণমাধ্যমের স্বাধীনতা নিহিত’

মো. মানিক হোসেন, কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লায় সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদেরউদ্যোগেতওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষকগোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার( সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০.০০ টায় কুমিল্লারকান্দিরপাড়ের জমজম টাওয়ারে মুক্ত আলোচনারআয়োজন করে হেযবুত তওহীদের কুমিল্লা জেলাশাখা

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুততওহীদের শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদকলেখক কলামিস্ট রাকীব আল হাসান তিনিবর্তমানে রাষ্ট্রের অস্থির পরিস্থিতি প্রচলিতরাষ্ট্রব্যবস্থার বিভিন্ন ত্রুটি তুলে ধরেন এবংতওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সকল সংকটেরসমাধানের পথ নিয়ে আলোচনা করেন

তিনি বলেন, বর্তমানে আমাদের সমাজ আরবেরআইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে মবকালচারের কারনে মানুষের নাভিশ্বাস উঠছে কবরথেকে মৃত মানুষের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে যাজাহেলিয়াতকে হার মানিয়েছে রাষ্ট্রব্যবস্থায়সুদভিত্তিক অর্থব্যবস্থা চলমান রয়েছে এই ব্যবস্থাগুটিকয়েক মানুষ সুবিধা ভোগ করে পুঁজিপতিরাআরো ধনবান হয় আর সাধারণ মানুষ ভুক্তভোগীহয় বিচারব্যবস্থায় প্রতিনিয়ত মামলার জট বাড়ছেমিথ্যা মামলা, মিথ্যা স্বাক্ষ্য ত্রুটিযুক্ত বিচার ব্যবস্থারকারণে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে

শিক্ষা ব্যবস্থার ব্যাপারে তিনি বলেন, আমাদের দেশেরকোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়; সেটাঅশিক্ষিত নয় বরং শিক্ষিত মানুষের মাধ্যমে হচ্ছেবৃটিশদের বিভক্তিকরণ নীতি কেরানী শিক্ষাব্যবস্থার কারণে আজ এই অবস্থা তিনি প্রচলিতরাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়েরত্রুটি তুলে ধরে আল্লাহ প্রদত্ব ত্রুটিহীন তওহীদভিত্তিকরাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাধানের পথ তুলেধরেন

তিনি পবিত্র কোরানের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি টেনেবলেন, যে কোনো তথ্য প্রচারের আগে সেটা যাচাইকরা সত্য মিথ্যার মিশ্রণ না করা কারো বিরুদ্ধেমানহানিকর উপহাসমূলক উক্তি না করা পরনিন্দানা করা কারো উপর মিথ্যা অপবাদ না দেওয়াঅনুমান প্রসূত কথা না বলা অন্যের ত্রুটি সন্ধানেরজন্য গোয়েন্দাগিরি না করা ঘুরিয়ে পেঁচিয়ে কথা নাবলা, পাশ কাটিয়ে না যাওয়া Ñএগুলো আল্লাহরদেওয়া আদেশনির্দেশ, নীতি যা দেশকালপাত্রনির্বিশেষে চিরন্তন শাশ্বত বিধানরূপে পরিগণিতহওয়ার উপযোগী তিনি তওহীদ অর্থা আল্লাহরহুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গকাঠামোর রূপ তুলে ধরেন

কুমিল্লা জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. ওমরফারুকের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপরআলোচনায় অংশ নিয়ে মতামত প্রকাশ করেনযমুনাটিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, নাগরিক টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজআহম্মেদ জিতু, ৭১ টিভির সাংবাদিক আব্দুলআউয়াল, একুশে টিভির সাংবাদিক রনি আহমেদ, আর টিভির সাংবাদিক গেলাম কিবরিয়া প্রমুখআরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় সভাপতিমাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. সাইফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদাআক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী নেত্রী আসমাআক্তার এবং জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতিপ্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *