সারমিন সুলতানা চৈতী প্রতিবেদকঃ বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যেরবিকল্প নাই’ শীর্ষক জনসভা করেছে হেযবুত তওহীদ।বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টায় কুষ্টিয়ায় বিশালএ জনসভার আয়োজন করে কুষ্টিয়া জেলা হেযবুততওহীদ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনহেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইনমোহাম্মদ সেলিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গত কয়েক শতাব্দী ধরেবিশ্বময় চলছে মুসলিম নিপীড়ন যা আজ চূড়ান্ত রূপনিয়েছে। একটার পর একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস করেদেয়া হচ্ছে। গাজার মুসলমানদের গণহত্যাবিশ্ববাসীকে কাঁদিয়েছে। খণ্ড–বিখণ্ড মুসলিম জাতিচেয়ে চেয়ে দেখেছে। যতদিন মুসলিম জাতি জাতীয়ঐক্য গড়ে তুলতে না পারবে, আল্লাহ নির্দেশিতসীসাগলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে না পারবেততদিনে এই নিপীড়ন থেকে রেহাই পাবে না।
কাশ্মীর ইস্যু নিয়ে তিনি বলেন, সম্প্রতি কাশ্মীরেউগ্রবাদী হামলা, মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গেরাখাইন অঞ্চলের অস্থিরতা –এসব ঘটনাকে কেন্দ্রকরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এক ধরনেরথমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। একে অপরকেদোষারোপ করার পাশাপাশি ইসলাম ওমুসলমানদের টার্গেট করে বক্তব্য দেওয়া হচ্ছে এবংগণমাধ্যমে ইসলাম সম্পর্কে ঘৃণাপূর্ণ প্রচারণাচালানো হচ্ছে।
হেযবুত তওহীদের ইমাম বলেন, “এখানেও যদিকোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমাদেরঅবস্থাও হয়ত গাজার মুসলমানদের মতো হতেপারে। এর থেকে রেহাই পেতে হলে ফেরকা–মাজহাবভুলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব–কোন্দল ভুলে, বিভাজনের সবপথ বন্ধ করে দিয়ে এক আল্লার হুকুমের উপরঐক্যবদ্ধ জাতিসত্বা গড়ে তুলতে হবে।”
হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাসআলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন– হেযবুত তওহীদের কেন্দ্রীয়সমন্বয়কারী মো. নিজাম উদ্দীন, কেন্দ্রীয় নারীবিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয়সভাপতি মো. তানভীর আহমেদ, ঢাকা বিভাগীয়সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কুষ্টিয়াঅঞ্চলের সভাপতি মো. জসেব উদ্দীন, খুলনাঅঞ্চলের সভাপতি শামসুজ্জামান মিলন প্রমুখ।
অনুষ্ঠান শরুর আগেই জনতার ঢল নামেঅনুষ্ঠানস্থলে। আশেপাশের বিভিন্ন জেলার হাজারহাজার মানুষ ভিড় জমায় অনুষ্ঠানে। স্লোগানেস্লোগানে মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে এবংদেশ ও মানবতার স্বার্থে তারা ঐক্যবদ্ধ হবার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।