কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে ৪২২ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে থানা পুলিশ উপজেলার পাথরা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলকোট গ্রামের আলমগীর হোসেন হরফে দুলদুল (৪৫) কে ২২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। অপরদিকে যশোর মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তরের অভিযানে পৌর শহরের আলতাপোল ক্লে রোডের বাসিন্দা আখতার হোসেন প্রকাশ হরফে নুনু চোর (৫০) কে ৪০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাথরা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলকোট গ্রামের মৃত মুনতাজ গোলদারের ছেলে মাদক ব্যাবসায়ী আলমগীর হোসেন হরফে দুলদুল কে ২২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। সে এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ আবুল কাসেম সঙ্গীয় ফোর্স নিয়ে একইদিন দুপুরে পৌর শহরের আলতাপোল ক্লে রোডের বাসিন্দা আখতার হোসেন প্রকাশ হরফে নুনু চোর কে ৪০০ পিচ ইয়াবাসহ বসতবাড়ি গ্রেফতার করে। সে মৃত জফর আলী সরদারের ছেলে। 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় পৃথক মাদক নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *