কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে পৌর শহরে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর-রশিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, কেশবপুর বাহারুল উমুল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস ড. নুরুল ইসলাম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, বগা-শাহক্বারারীয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আবু হাসান, এস.এস.জি বরনডালী দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী সুপার আঃ সামাদ, সাবদিয়া-বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান শাহিন, ভরত-ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা প্রমূখ। 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজা। 

অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া আক্তার, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *